আসিফ মাহমুদের ঐক্যের বার্তায় আসিফ নজরুলের ধন্যবাদ

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ১২:৩৫ পিএম


আসিফ মাহমুদের ঐক্যের বার্তায় আসিফ নজরুলের ধন্যবাদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফ্যাসিবাদবিরোধী শক্তির বিরুদ্ধে ফেসবুকে একটি ঐক্যের বার্তা দিয়েছেন। পরে সেই বার্তার চুম্বক অংশ শেয়ার করে আসিফ মাহমুদকে ধন্যবাদ দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার পর আসিফ মাহমুদ প্রথমে ফেসবুকে পোস্ট দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে আসিফ নজরুল সেই স্ট্যাটাসটি শেয়ার করে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান। 

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, We can agree to disagree. বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা বা ডিবেট থাকবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারও সঙ্গে কারও শত্রুতা থাকবে না। শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এ দেশের স্বার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

তিনি লিখেছেন, প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনও ছাড় দেয়নি। আমরা আবারও মধ্যযুগের মতো স্বয়ংসম্পূর্ণ বেঙ্গল হিসেবে গড়ে উঠবো। পরাশক্তিগুলো আমাদের স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। 

উপদেষ্টা লিখেছেন, অর্থনৈতিক, সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের জন্য ঈর্ষার কারণ হবে বাংলাদেশ। এর জন্য প্রয়োজন মতানৈক্য স্বত্বেও কিছু বেসিক প্রিন্সিপালে সবার ঐক্যমত। তাহলেই বহিঃশত্রুরা আমাদেরকে আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। 

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ।

পরে আসিফ মাহমুদের এই পোস্টের চুম্বক অংশ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আইন উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ধন্যবাদ আসিফ মাহমুদ।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.