ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা, যা বললেন আজহারী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৮:০৬ পিএম


ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা, যা বললেন আজহারী

দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এ বিষয়ে আজ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিক্রিয়ায় জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২৭ জানুয়ারি) স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকরা। 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন এ আল্টিমেটামের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

তখন তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো।এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে?

প্রসঙ্গত, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হন।

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission