‘আয়নাঘর’ নিয়ে তিক্ত অনুভূতি প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ 

আরটিভি নিউজ

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:০৬ পিএম


‘আয়নাঘর’ নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন উপদেষ্টা মাহফুজ 
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছয় উপদেষ্টা আজ ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। তাদের মধ্যে উপদেষ্টা মাহফুজ আলমও ছিলেন। এ ছাড়া রাজধানীর তিনটি এলাকায় র‌্যাব ও ডিজিএফআইয়ের এসব ‘আয়নাঘর’ পরিদর্শনের সময় তাদের সঙ্গে কয়েকটি গণমাধ্যম ছিল।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

পোস্টে তিনি লেখেন, নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর ‘আয়নাঘর’। তিন ফুট বাই এক ফুটের সেল। দুই বিঘত জায়গায় টয়লেট। বাকি দুই ফুটে হাঁটু মুড়ে বসে থাকার জায়গা। 

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনও গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, আমরা সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করেছি, যারা দিনরাত কাজ করে নৃশংসতার বিবরণগুলো ডকুমেন্ট করেছেন। ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করেছি। আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবেন হাসিনার নৃশংসতার কিছু নমুনা। আরও শত শত, নমুনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে।

তিনি লেখেন, গত ৬ মাস গুম কমিশন গুমের ভিক্টিমদের সাক্ষ্য নিয়ে, তদন্ত করে গুমের স্থান, কাল ও সত্যতা নিরূপণ করেছেন। সে সূত্রে আইসিটি ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বিচারের কাজও শুরু হয়েছে। গুমের শিকার প্রতিটা মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা গণঅভ্যুত্থানের সরকারের অঙ্গীকার।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission