রাজনীতিতে নতুন মেরুকরণের বছর হতে পারে ২০২৫

মাইদুর রহমান রুবেল

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ১০:২৪ পিএম


রাজনীতিতে নতুন মেরুকরণের বছর হতে পারে ২০২৫। গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আদায় রাজনৈতিক দলগুলোর জন্য এ বছর চ্যালেঞ্জের।

স্বৈরাচার পতনের পর আওয়ামী লীগ শঙ্কা ও সংকটে থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের অবসানে রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ক্ষমতার বাইরে থাকা দলটি। অন্তর্বর্তী সরকারের কাছে তাই দ্রুততম সময়ে নির্বাচন দাবি বিএনপিসহ সমমনা দলগুলোর।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ পতনের পর গেল চার মাসে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য ও আচরণ বলছে, অঘোষিতভাবে যেন তারাই ক্ষমতায়, বাকি শুধু আনুষ্ঠানিকতা। তবে জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের প্রক্রিয়া বিএনপি ও সমমনা দলগুলোর সে পথে অন্তরায়। জাতীয়তাবাদী শক্তি দ্রুত নির্বাচন চাইলেও রহস্যজনক কারণে নির্বাচন বিলম্বের কথা বলছেন কেউ কেউ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, তরুণ্যের উদ্মাদনা ভালো। তবে সেই সম্ভাবনা যেন প্রদীপের মতো নিভে না যায়। আশা করি, চলতি বছরেই বাংলাদেশ নতুন সরকার পাবে।

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলছেন, কোনো কিংস পার্টি গঠন করে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। রাজনীতি করতেই পারে, কিন্তু কিংস পার্টিকে সময় দেওয়ার জন্য কালক্ষেপণ কোনো অবস্থাতেই আমরা মেনে নেব না। যেকোনো মূল্যেই চলতি বছরেই নির্বাচন আদায় করে ছাড়বো।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নিশ্চয়ই মানুষের চোখের ভাষা বুঝবে অন্তর্বর্তী সরকার। নির্বাচন আদায় করার প্রয়োজন হবে না।

বিজ্ঞাপন

গণ-অভ্যুত্থানের ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতির যত বাঁক বদল ঘটেছে, তার সবগুলোতে লাভবান হয়েছে বিএনপি। তবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.