পেপে ও রুই প্যাট্রিসিওকে পেছনে ফেলে পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সোমবার রাতে ‘কুইনাস ডি আরো’ গ্যালাতে জমকালো অনুষ্ঠানে তার হাতে ২০১৬ সালের সেরা ফুটবলারের পুরস্কারটি তুলে দেয়া হয়।
পর্তুগালের ইউরো জয়ে অবদান রাখা ও রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাই তার শো-কেসে উঠলো পর্তুগিজ বর্ষসেরার ট্রফি।
পুরস্কার পাওয়া সিআরসেভেন বলেন, এটা (২০১৬) আমার জন্য বিশেষ একটা বছর ছিল। কেননা, একমাত্র ইউরো ট্রফিটাই আমি মিস করছিলাম।
তিনি আরো বলেন, পর্তুগালের মানুষদের আমি ফের ধন্যবাদ জানাতে চাই, শিরোপা জয়ের পথে তারাই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছিল।
আসছে ২৫ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল। ওই ম্যাচে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
কে/ডিএইচ