মাশরাফির অবসরকে রহস্য হিসেবে দেখছেন পাইলট

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭ , ০২:১১ পিএম


মাশরাফির অবসরকে রহস্য হিসেবে দেখছেন পাইলট

বিসিবি’র অসহযোগিতার কারণেই টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। মন্তব্য করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে ক্লেমন ইউনি ক্রিকেটের ট্রফি ও লোগো উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ইউনি ক্রিকেটের চতুর্থ আসর। অংশ নিচ্ছে ৩২টি দল। খেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হবে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্সআপ দলকে দেয়া হবে ২ লাখ টাকা অর্থ পুরস্কার।

তবে হঠাৎ করে মাশরাফির অবসর নেয়াটা রহস্য হিসেবে দেখছেন পাইলট।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission