ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন দলপতি মাশরাফি বিন মতুর্জা।
বুধবার ডাবলিনে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়।
সিরিজের প্রথম ম্যাচটিতে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সে ম্যাচে ভারপ্রাপ্ত হিসেবে দলকে নেতৃত্ব দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের মনোবল চাঙ্গা করতে এ সিরিজে ভালো কিছু করা জরুরি। সেই ভাবনা থেকে দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রঞ্চি (উইকেটরক্ষক), জর্জ ওয়ার্কার, রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, ইশ শোধি, সেথ রাঙ্ক ও স্কট কুগেলেইজ।
ওয়াই/ডিএইচ