এবার রুবেলের আঘাত, নিউজিল্যান্ড ১২৩/৩

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৭ মে ২০১৭ , ০৯:১২ পিএম


এবার রুবেলের আঘাত, নিউজিল্যান্ড ১২৩/৩

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ২৫৮ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে কিউইরা। রস টেইলর ১৬ ও নিল ব্রুম ৪ রান নিয়ে লড়ছেন।

বিজ্ঞাপন

কিছুক্ষণ আগে বাংলাদেশের রিভার্স  ‍সুইং তারকা রুবেল হোসেনের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কিউই উদ্বোধনী ব্যাটসম্যান টম লাথাম ৫৪। 

২৫৮ রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। লুক রঞ্চি - টম লাথামের উদ্বোধনী জুটিতে ৩৯ রান তুলে ফেলে কিউইরা। নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুক রঞ্চি (২৭)।

বিজ্ঞাপন

রঞ্চির পর জর্জ ওয়ার্কারকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লাথাম। দুর্দান্ত গতিতে ছুটে চলে তাদের জুটি। তবে দলীয় ৮০ রানে খেই হারিয়ে ফেলে তারা। এসময় অযাচিত রান নিতে গিয়ে দেশসেরা ফিল্ডার সাব্বির রহমানের থ্রোতে রান আউট হয়ে ফেরেন ওয়ার্কার (১৭)।

দু’সঙ্গী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন লাথাম। কিছুক্ষণ পরই তার লাগাম টেনে ধরেন বাংলাদেশের রিভার্স সুইং তারকা রুবেল হোসেন। এ কিউই উদ্বোধনী ব্যাটসম্যানকে (৫৪)  মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরতে বাধ্য করেন তিনি।  

এর আগে বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মারকুটে ওপেনার সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। ৫১ রান করেন নির্ভশীল ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া গুরুত্বপূর্ণ ৪১ রান আসে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের হয়ে হামিশ বেনেট নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন জেমস নিশাম ও ইশ সোধি।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission