‘ব্যাড লাক’ পান্ডের, কপাল খুললো কার্তিকের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৯ মে ২০১৭ , ০১:২৫ পিএম


‘ব্যাড লাক’ পান্ডের, কপাল খুললো কার্তিকের

‘ব্যাড লাক’ মণীষ পান্ডের, কপাল খুললো দিনেশ কার্তিকের। চোটের কারণে আসছে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না পান্ডে। তার জায়গায় ভারতীয় দলে ডাক পেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কার্তিক।

বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন মণীষ পান্ডে। দলটির হয়ে অনুশীলনে পাঁজরে আঘাত পান তিনি। ধারণা করা হয়েছিল, ১ জুন ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর আগেই সুস্থ হয়ে উঠবেন বিস্ফোরক ব্যাটসম্যান। কিন্তু এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেননি তিনি। তাই কার্তিককে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

দিনেশ কার্তিক সবশেষ ওয়ানডে খেলেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে ২০১৪ এশিয়া কাপে। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।

আইসিসির গুরুত্বপূর্ণ এ ইভেন্টের জন্য ঘোষিত ভারতীয় দলে স্টান্ডবাই তালিকায় ছিলেন কার্তিক।

এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম করেছেন ৩১ বছরের এ ক্রিকেটার। এবারের আইপিএলে গুজরাট লায়ন্সের দ্বিতীয় সর্বোচ্চ (৩৬১) রান সংগ্রহকারীও তিনি।

বিজ্ঞাপন

৪ জুন এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ভারত।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission