তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। কার্ডিফে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ম্যাচটি জিতে সিরিজ জয়ের সুযোগ রয়েছে দু’দলের সামনেই।আগের দু’ম্যাচে একটি করে জয় উভয় দলের।
প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয়ে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।
তাই এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় এউইন মরগানের দল।
অন্যদিকে, জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ জিততে মুখিয়ে এবি ডি ভিলিয়ার্স, বেহারদিন, মিলাররা।
ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে ইংল্যান্ড দলে। তবে অপরিবর্তিত থাকতে পারে প্রোটিয়া দল।
শেষ পাঁচ ম্যাচে দু’দলেরই জয় দু’টি করে, হার তিনটি করে। এ ম্যাচ জিতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নিশ্চয়-ই হাতছাড়া করতে চাইবে না কোনো দল।
ডিএইচ