কক্সবাজারের টেকনাফে আরো ২ জনের মরদেহ উদ্ধার করেছেন কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা। এ নিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।
উদ্ধার হওয়া ২ কিশোর হলো নয়াপাড়া এলাকার মীর আহমদের ছেলে আনোয়ার সাদেক (১৬) ও শাহপরীর দ্বীপ জালিয়াপড়া এলাকার আব্দুল হামিদের ছেলে সাদ্দাম হোসেন (১৬)।
বৃহস্পতিবার দুপুরে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়াস্থ নাফ নদীর মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বুধবার পুরাতন পল্লানপাড়ার ছাব্বির আহম্মেদের ছেলে মোঃ আমিনের (৮) মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম আগ্রাবাদের ফায়ার সার্ভিস, ডুবুরী দল ও টেকনাফ কোস্টগার্ড।
এখনো নিঁখোজ রয়েছে আনোয়ারের ছেলে মোঃ আয়ুব (১৫)। সাদ্দামের মামা জাফর বলেন, ৩ দিন পরে সাদ্দামের মৃতদেহ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ স্টেশন কমান্ডার লে. কর্নেল জাফর ইমাম সজীব জানান, উদ্ধারের দ্বিতীয় দিনে ফায়ার সার্ভিসের ইউনিট ব্যাতীত কোস্টগার্ডের অভিযানে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ১ জন নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার বিএন ডিকসন চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ২৭ জুন আনুমানিক সন্ধ্যায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটে ১৮ জন লোক নাফ নদীতে নৌকা ভ্রমণে বের হয়ে চৌধুরী পাড়া নতুন ব্রিজঘাট এলাকায় ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যায় এবং ৩ জন নিখোঁজ হয়।
এ প্রেক্ষিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ নাফ নদীতে সার্চ এন্ড রেসকিউ অপারেশন পরিচালনা করে। পরবর্তীতে উদ্ধার মরদেহগুলো সনাক্ত করার পর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এই সংক্রান্ত স্থিরচিত্র সংযুক্ত করা হলো।
এসজে