সীতাকুণ্ডে অজ্ঞাত রোগ

সব চিকিৎসকের ছুটি বাতিল ও স্কুল বন্ধ

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ১২ জুলাই ২০১৭ , ১০:১১ পিএম


সব চিকিৎসকের ছুটি বাতিল ও স্কুল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থানীয় শিশুদের স্কুলে না পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। একইসঙ্গে সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার চট্টগ্রামের সিভিল সার্জন ড. আজিজুর রহমান সিদ্দিকী আরটিভি অনলাইনকে জানান, যেহেতু এখনো রোগটির কারণ জানা সম্ভব হয়নি তাই এ নির্দেশনা জানানো হয়েছে।

গেলো ৪ দিনে সোনাইছড়ি ইউনিয়নের দুর্গম এলাকা বারো আউলিয়ার ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আরো ৪৬ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সিভিল সার্জন জানান, ফৌজদারহাট বাংলাদেশ ইন্সটিটিউট ফর ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যালে রোগীদের ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এ রোগের কারণ ও ধরণ সম্পর্কে জানতে ঢাকা থেকে আসা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) টিম ত্রিপুরাপাড়ায় যাবে।

এরই মধ্যে আক্রান্ত রোগীদের থেকে অসুস্থতার লক্ষণ হিসেবে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ একটি টিম এরইমধ্যে ওই এলাকা পরিদর্শন করেছে।

এছাড়া সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তারা অসুস্থদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নিয়েছেন।

ওয়াই/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission