ফুটবল বিশ্বের দুই এলিয়েন-লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের রাজ্যে এ যুগলের রাজত্ব মুগ্ধ করেছে গোটা পৃথিবীর ফুটবল প্রেমীদের। কিন্তু সেই ২০১৮ সালে স্প্যানিশ লিগ ছেড়ে দেওয়ার পর দুজন খেলছেন আলাদা লিগে। তবুও চ্যাম্পিয়নস লিগের কারণে এই দুই তারকার দ্বৈরথ দেখেছিল বিশ্ব।
কিন্তু পর্তুগিজ তারকা রোনালদো এশিয়ান ফুটবলের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মিলিত হওয়ার সম্ভাবনার শেষ দেখে ফেলেছিল সবাই। তবে আশার কথা হচ্ছে, নতুন বছরের শুরুতেই এই দুই তারকার দ্বৈরথ দেখবে বিশ্ববাসী। হয়তো এই সাক্ষাৎ হতে যাচ্ছে শেষবারের মতো!
জানুয়ারির তৃতীয় সপ্তাহে একটি প্রীতি ম্যাচ খেলতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব যাবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেই ম্যাচে লিওনেল মেসিদের বিপক্ষে খেলবে আল হিলাল ও আল নাসের ক্লাবের আদলে সাজানো দল। আর এই ম্যাচের একাদশে আল নাসেরের হয়ে রোনালদোকে মাঠে নামতে দেখা যেতে পারে।
সবশেষ ২০২০ সালে মেসি-রোনালদো দ্বৈরথ দেখেছিল ফুটবলপ্রেমীরা। দুই বছর আগে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে রোনালদোর জোড়া গোলে মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
আরও পড়ুন- রোনালদোর আল নাসের ক্লাবের অজানা ইতিহাস