নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরাজয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ , ১২:২২ এএম


নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরাজয়ে শুরু ভারতের

ঘরের মাটিতে সফরকারী নিউজিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ওয়ানডেতে কিউইদের নাকানি চুবানি খাইয়ে ছেড়েছিল তারা। তবে ফরম্যাট বদলেই যেন মুদ্রার অপর পিঠ দেখলো স্বাগতিকরা। হার্দিক পান্ডিয়ার দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো পরাজয় দিয়ে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জানুয়ারি) রাঞ্চিতে প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেলের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৬ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ডের ব্যাটাররা। 

জবাবে রান তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যাটাররা দ্রুত বিদায় নেওয়ার পর মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের ৪৭ এবং ওয়াশিংটন সুন্দরের ৫০ রানের পরও ৯ উইকেটে ১৫৫ রানে থামে ভারতের ইনিংস। ফলে ২১ রানের ব্যবধানে পরাজয় বরণ করে কোচ রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী হলেন বিপিএল মাতানো ওয়াহাব রিয়াজ

এদিন ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ঝড় তুলেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটার ফিন অ্যালন ও ডেভন কনওয়ে। ৪.২ ওভারে দলীয় ৪৩ রানে ওয়াশিংটন সুন্দরের বলে অ্যালনের বিদায়ে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৫ রান করেন এই ওপেনার। 

এরপর সুন্দরের দ্বিতীয় শিকার হয়ে শূন্যরানে মার্ক চ্যাপম্যান বিদায়ের পর গ্লেন ফিলিপসকে নিয়ে ৪৭ বলে ৬০ রানের জুটি গড়েন কনওয়ে। দলীয় ১০৩ রানে ফিলিপস আউট ২২ বলে ১৭ রান করে ফিরে যান। তার বিদায়ে উইকেটে আসেন ড্যারেল মিচেল। দলীয় ১৩৯ রানে ৩৫ বলে ৫২ রান করে আউট হন কনওয়ে। যার মধ্যে ছিল একটি ছক্কা ও সাতটি চারের মার। 

বিজ্ঞাপন

শেষ দিকে ৩০ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় অপরাজিত ৫৯ রান করেন মিচেল। তাতে ভর করে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৬ রান। ভারতের পক্ষে বোলিংয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং ও শিভম মাভি একটি করে উইকেট নেন।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন ভূমিকায় কিংবদন্তি লারা

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটার ঈশান কিষান (৪), শুভমন গিল (৭) এবং রাহুল ত্রিপাঠীর (০) উইকেট হারায় ভারত। এরপর দলের প্রাথমিক চাপ সামাল দেন সূর্যকুমার যাদব এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই দুই ব্যাটার চতুর্থ উইকেট জুটিতে ৬৮ রান যোগ করেন।

তবে দলীয় ৮৩ রানে ব্যক্তিগত ৪৭ রানে লেগ স্পিনার ইশ সোদির বলে ফিন অ্যালনকে ক্যাচ দিয়ে ফেরেন 'মিস্টার ৩৬০ ডিগ্রি' সূর্য। এরপর ২১ রানে থাকা হার্দিক ব্রেসওয়েলের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে দ্রুত তাসের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। তবে ম্যাচের একবল বাকি থাকতে আউট হওয়ার আগে ২৮ বলে পঞ্চাশ রান করেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু তাতে কোনো লাভ হয়নি স্বাগতিকদের, হেরে গেছে ২১ রানে। 

নিউজিল্যান্ডের পক্ষে বোলিংয়ে লকি ফার্গুসন, মিচেল ব্রেসওয়েল ও মিচের সান্টনার দুটি করে উইকেট লাভ করেন। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। সিরিজে ফিরতে আগামী ২৯ জানুয়ারি লখনৌতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত।

আরও পড়ুন: বোলারদের দাপটে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় দক্ষিণ আফ্রিকার

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission