• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন মার্কুইনোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মে ২০২৩, ১৬:২৩
পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করছেন মার্কুইনোস

ফরাসি ক্লাব পিএসজিতে খেলেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্কুইনোস। সেন্ট্রাল এই ডিফেন্ডার প্যারিসের দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার সঙ্গে প্যারিসিয়ানদের চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। তবে ২৮ বছর বয়সী মার্কুইনোসের সঙ্গে আরও তিন বছরের চুক্তি নবায়ন করছে পিএসজি।

ইউরোপিয়ান দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, পিএসজির সঙ্গে মার্কুইনোসের চুক্তি আরও তিন বছর বৃদ্ধির ব্যাপারে দুই পক্ষ মৌখিকভাবে সম্মত হয়েছে। এখন শুধু চুক্তিপত্রে সই করে ঘোষণা দেওয়ার অপেক্ষায় রয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের এই তারকা ২০১২ সালে পাড়ি জমান ইতালিয়ান ক্লাব রোমায়। সেখানে এক মৌসুম খেলার পরে পিএসজির সঙ্গে চুক্তি করেন মার্কুইনোস। এরপর থেকে দলটির রক্ষণের সেরা ভরসা হয়ে খেলে যাচ্ছেন তিনি। দলে মেসি, নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোসের মতো তারকা থাকলেও পিএসজির অধিনায়ক তিনি।

পিএসজিতে মার্কুইনোসের এক বছর পরে চুক্তি শেষ হলেও অন্য কোন ক্লাবে যাওয়ার কোনো গুঞ্জন ছিল না। তাই ছয় ফিট উচ্চতার এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে কাতারি মালিকানাধীন ক্লাবটি। এই চুক্তি বৃদ্ধির সঙ্গে বেতনও বাড়বে তার। দলটির হয়ে ২৬৪ লিগ ম্যাচে ২৪ গোলও রয়েছে বর্তমানে অন্যতম সেরা এই ডিফেন্ডারের।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ 
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
সহকারীকে নিয়ে দ্বন্দ্ব, পাকিস্তানি কোচের আকস্মিক পদত্যাগ
ব্রাজিল বিশ্বকাপ শুরুর সময় নির্ধারণ করল ফিফা