চার বছর পর সৌম্যর সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ মে ২০২৩ , ০৮:২৩ পিএম


চার বছর পর সৌম্যর সেঞ্চুরি
ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের শেষ ম্যাচে বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলে সেঞ্চুরির খরা কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটার সৌম্য সরকার। চার বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি পেলেন এই ব্যাটার। ম্যাচটি গুরুত্বহীন হলেও সৌম্যর সেঞ্চুরি, এটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১৯ সালে আবাহনী লিমিটেডের হয়ে সেঞ্চুরি করেছিলেন সৌম্য। সে সময় ২০৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেঞ্চুরির ইনিংসকে প্রথম ডাবল সেঞ্চুরিতে পরিণত করে পুরনো রূপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। কিন্তু সবাইকে হতাশ করে পরের ৫৫ লিস্ট ‘এ’ ম্যাচে সেঞ্চুরিহীন থাকেন সৌম্য। লিস্ট ‘এ’ ছাড়াও ২০২১ সালের ডিসেম্বরে বিসিএলে সেঞ্চুরি করেছিলেন সৌম্য।

৭ চার এবং ৪ ছক্কায় ১১২ বলে ১০২ রান করেন সৌম্য। এ ছাড়া রুবেল মিয়া ৮৭ ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ৪২ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান করেন।

বিজ্ঞাপন

এদিকে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বির রহমান সর্বোচ্চ ৮২ এবং ইরফান শুক্কুর  করেন অপরাজিত ৭৮ রান। মোহামেডানের হয়ে আবু জায়েদ রাহি তিনটি এবং রুয়েল মিয়া দুটি উইকেট নেন।

এরপর ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান ১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জিতে যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission