চ্যাম্পিয়নস লিগে মৃত্যুকূপে পিএসজি, বাকিরা কোথায়?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ , ০১:২৭ পিএম


চ্যাম্পিয়নস লিগ
ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এরই মধ্যে লিগের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ২০২৩-২৪ মৌসুমের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের লড়াই দিয়ে শুরু হবে নতুন আসর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের ড্র। যেখানে বেশ কঠিন গ্রুপে পড়েছে কিলিয়ান এমবাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ওই তুলনায় ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সহজ গ্রুপে পড়েছে।

নতুন আসরে পিএসজি আছে গ্রুপ ‘এফ’-এ। সেখানে তাদের খেলতে হবে বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ফুটবল খেলতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

বিজ্ঞাপন

গত মৌসুমে ইতালিয়ান সিরি ‘আ’তে চতুর্থ হয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে ইউরোপে ৭ বার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা এসি মিলান। সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা ক্লাবটি সম্প্রতি আবারও নিজেদের ফিরে পেতে শুরু করেছে।

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডেরও আছে ইউরোপ সেরার মুকুট। ১৯৯৭ সালের চ্যাম্পিয়নস লিগ জেতা দলটির নিজেদের দিনে যেকোনো বড় ক্লাবকে চমকে দেওয়ার সামর্থ্য আছে। আর নিউক্যাসল সর্বশেষ দুই-তিনটি দলবদলে ভালো কিছু চুক্তি করে ইউরোপের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের গড়ে তুলেছে।

বিজ্ঞাপন

এদিকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ পড়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ নাপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন। চ্যাম্পিয়ন ম্যানসিটি গ্রুপ ‘জি’ তে আছে। তারা বিপক্ষ হিসেবে আরবি লাইপজিগ, জভেজদা ও ইয়াং বয়েজ ক্লাবকে পেয়েছে।

অন্যদিকে বার্সেলোনা আছে গ্রুপ এইচ-এ। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পোর্ত, শাখতার দোনেস্ক ও এন্টওয়ার্পকে। ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ একই গ্রুপে পড়েছে। গ্রুপ এ-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ কোপেনহেগেন ও গ্লাতাসারে।

কোন গ্রুপে কোন দল

গ্রুপ-এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গ্যালাতাসারে

গ্রুপ-বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি, লেন্স

গ্রুপ-সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন

গ্রুপ-ডি: বেনফিকা, ইন্টার, সালজবার্গ, রিয়াল সোসিয়েদাদ

গ্রুপ-ই: ফেইনুর্ড, অ্যাতলেটিকো মাদ্রিদ, ল্যাজিও, সেলটিক

গ্রুপ-এফ: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল

গ্রুপ-জি: ম্যানসিটি, লাইপজিগ, জভেজদা, ইয়াং বয়েজ

গ্রুপ-এইচ: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেস্ক, এন্টওয়ার্প
  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission