ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ অক্টোবর ২০২৩ , ১১:৫০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

বিজ্ঞাপন

তবে এর আগেই দুর্ঘটনা কবলে পড়েছেন দলটির স্পিনার অ্যাডাম জাম্পা। সুইমিং পুলে সাঁতরাতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন তিনি। জাম্পার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন প্যাট কামিন্স। তবে অজি এই স্পিনারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ছিটকে যাওয়ার সম্ভাবনা নেই। 

কামিন্সের ভাষ্য, সে (জাম্পা) সাঁতরাতে গিয়ে পুলের দেয়ালে ধাক্কা খেয়েছে। আমাদের সে বলেছে, তখন তার চোখ বন্ধ ছিল এবং ভেবেছে সোজাই সাঁতরাচ্ছে। কিন্তু পুলের দেয়ালে ধাক্কা লাগে। কিছুটা ব্যথা আছে, তবে এমনিতে ঠিক আছে।

বিজ্ঞাপন

তবে এবারই প্রথম না, এর আগেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। গত বছর করাচিতে সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটার সময় পুলের মধ্যে পড়ে যান কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি। এ ছাড়া নিজের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে দৌড়াতে গিয়ে বাজেভাবে পড়ে পা ভেঙে যায় গ্লেন ম্যাক্সওয়েলের। যে কারণে ২০২২-২৩ মৌসুমে বেশ কয়েক মাস তাকে বাইরে থাকতে হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |