মদকাণ্ডে জড়িত পাঁচ ফুটবলারকে শাস্তির আওতায় আনলো বসুন্ধরা কিংস। আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে সেই পাঁচ ফুটবলারকে।
এর ভেতর দুজনকে আর্থিক, একজনকে আর্থিক ও নিষেধাজ্ঞা উভয় আর বাকি দুজনকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
অভিযুক্ত শেখ মোরসালিনকে ১ লাখ টাকা, রিমন হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ক্লাবটি। এছাড়া তপু বর্মণকে ২ মাসের নিষেধাজ্ঞা ও ১ লাখ টাকা জরিমানা করেছে বসুন্ধরা।
অভিযুক্ত বাকি দুই ফুটবলার আনিসুর রহমান জিকো ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত এবং তৌহিদুল আলম সবুজকে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্যে, গত মাসে এএফসি কাপে মালদ্বীপের মালেতে খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বসুন্ধরা কিংস এর আগে নিষিদ্ধ করেছিল তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেনকে।
পরে জানা গেছে, মালদ্বীপের মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলে পরদিন ঢাকায় ফিরেছিল দল। ফেরার পর বিমানবন্দরে অভিযুক্ত পাঁচ ফুটবলারের কাছে মদ পান কাস্টমস কর্মকর্তারা। তিন জনের কাছে প্রায় ৭৪ বোতল মদ পেয়েছিল কাস্টমস কর্মকর্তারা।