২০ ওভারে ৬৪ নো বলের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ , ০৭:৫১ পিএম


বিশ্বরেকর্ড
প্রতীকী ছবি

ক্রিকেটের বিশ্বায়নে দুই সদস্য দেশের যে কোনো বিশ ওভারের ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় আইসিসি। এরপর থেকে নিয়মিত দেখা মিলছে বিস্ময়কর সব ঘটনা, রেকর্ড। এর ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার হয়েছে চারশ রান। শুধু রানেই নয়, বোলিংয়েও নো বলের বিশ্বরেকর্ড গড়েছেন বোলাররা।  

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ অক্টোবর) চিলির মেয়েদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে স্রেফ ১ উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে আর্জেন্টিনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড।  

এরপর রান তাড়ায় চিলিকে ৬৩ রানে অলআউট করে ম্যাচটি ৩৬৪ রানে জিতেছে আর্জেন্টিনা। এটিও বিশ্ব রেকর্ড। তিনশর বেশি রানের ব্যবধানে জয়ের নজির আছে আর মাত্র একটি। মালির বিপক্ষে উগান্ডার ৩০৪ রানের জয়।

বিজ্ঞাপন

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশিত স্কোরকার্ড অনুযায়ী, ম্যাচে ৬৪টি নো বল করেছে চিলি। সব মিলিয়ে অতিরিক্ত থেকে দিয়েছে ৭৩ রান। নারী, পুরুষ উভয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটিই বিশ্ব রেকর্ড। 

গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল বাহরাইন। দেড় বছরের মাথায় সেই রেকর্ড ভেঙে দিল আর্জেন্টিনা। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৪ রান রয়েছে নেপালের।

আর্জেন্টিনার দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। লুসিয়া টেলর ৮৪ বলে করেছেন ১৬৯ রান। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে খেলেছেন ১৪৫ রানের ইনিংস। 

বিজ্ঞাপন

দুজনের উদ্বোধনী জুটিতে এসেছে ৩৫০ রান। যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ২০১৯ সালে ফিলিপিন্সের বিপক্ষে ইন্দোনেশিয়ার দুই ওপেনারের গড়া ২৫৭ রানের জুটি। 

ইনিংসে কোনো ছক্কা মারতে না পারলেও ৫৭টি বাউন্ডারি মেরেছে আর্জেন্টিনার ব্যাটাররা। এক ইনিংসে কোনো দলের এটিই সর্বোচ্চ চারের রেকর্ড। সৌদি আরবের বিপক্ষে বাহরাইন মেরেছিল ৫০টি চার।

এক ওভারে ১৭টি নো বলসহ ৫২ রান দিয়েছেন চিলির ১৫ বছর বয়সী অভিষিক্ত পেসার ফ্লোরেন্সিয়া মার্তিনেস। এক ওভারে এত বেশি রান খরচের নজির নেই আর কোনো।

চার ওভারের স্পেলে ৯২ রান খরচ করেছেন কন্সতান্সা ওইয়ারসে। টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং এটি। একই ম্যাচে এই তালিকার দুই নম্বরে উঠেছে ৩ ওভারে ৮৩ রান দেওয়া এমিলিয়া তোরোর নাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission