চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। তবে পরের ছয় ম্যাচের প্রতিটিতেই হারের তিতো স্বাদ পেয়েছে রাজধানীর দলটি। আবারও লিটন-হৃদয়দের মুখোমুখি হয়েছে তাসকিন শরিফুল।
শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) দিনের দ্বিতয়ী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্দান্ত ঢাকা। পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাওয়ায় দুই দলেই একাধিক পরিবর্তন এসেছে।
দুর্দান্ত ঢাকা একাদশ : মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ (অধিনায়ক), সাইফ হাসান, তাহজিবুল ইসলাম (উইকেটকিপার), মেহরাব হোসেন, অ্যালেক্স রস, মোহাম্মদ ইরফান, চতুরাঙ্গা ডি সিলভা, অ্যানড্র ম্যাককার্থ, রাফাত সানি ও শরিফুল ইসলাম।
কুমিল্লা একাদশ : উইল জ্যাকস, লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, রায়মোন রাইফার, ডেভিড গাস্ট, ম্যাথিউ ফোর্ড, জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমান।