গাজীপুরে ইজিবাইকচালক আবু সাঈদকে আর্থিক অনুদান দিয়েছে র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ।
বুধবার (২৭ মার্চ) বিকালে র্যাব-১ উত্তরার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ইজিবাইকচালককে ওই আর্থিক অনুদানের টাকা হস্তান্তর করা হয়। র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন।
আবু সাঈদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামের মৃত কলুম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগর সদর থানার ছোট দেওড়া কাজী বাড়ির আবু মিয়ার বাড়িতে ভাড়া থেকে সাড়ে তিন বছর যাবৎ ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টায় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার ইজিবাইকটি ছিনতাই করে। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েন এবং তার উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। মানবিক দিক বিবেচনা করে র্যাব ওই ইজিবাইকচালকের পাশে দাঁড়ায়।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮ টায় র্যাব ওই চালকের ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে গাজীপুর মহানগর সদর থানার পশ্চিম ধীরাশ্রম (আশা ব্যাংক) সংলগ্ন জীম এন্টারপ্রাইজে অভিযান চালায়। ওই দোকান থেকে ছিনতাইকৃত ইজিবাইকের বিভিন্ন খোলা অংশ উদ্ধার করে র্যাব। এ সময় ধীরাশ্রম এলাকার হেলাল উদ্দিনের ছেলে চুন্নু মিয়াকে (৩৪) গ্রেপ্তার করা হয়।