ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) রাউন্ড রবিন লিগ শুক্রবার শেষ হয়েছে। সুপার লিগে কোন ৬ দল খেলবে, তা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।
গেলবারের মতো এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আবাহনী। এ ছাড়াও শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগে উঠেছে। তবে লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়নের মতো দলের সুপার লিগে জায়গা হয়নি।
এদিকে শনিবার (২০ এপ্রিল) ক্লাব কর্তাদের সঙ্গে সভা শেষে সুপার লিগের প্রথম ২ রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। অত্যধিক গরমের কারণে ক্লাবগুলোর চাহিদার ভিত্তিতে সুপার লিগের সূচি করা হয়েছে।
সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর ভাষ্য, বেশিরভাগ ক্লাবগুলোর চাহিদার ভিত্তিতে প্রতি ম্যাচের মাঝে দুইদিন করে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) প্রথম রাউন্ডের খেলা মাঠে গড়াবে। দুইদিন বিরতি দিয়ে ২৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়াবে।
অন্যদিকে ২৩, ২৬ ও ২৯ এপ্রিল বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে রেলিগেশন লিগের ম্যাচ মাঠে গড়াবে। ২৩ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ সিটি ক্লাব, ২৬ এপ্রিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব এবং ২৯ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
ডিপিএল সুপার লিগের প্রথম দুই রাউন্ডের সূচি :
তারিখ | দল | প্রতিপক্ষ | সময় | ভেন্যু |
২২ এপ্রিল | আবাহনী লিমিটেড | প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | সকাল ৯টা | মিরপুর |
২২ এপ্রিল | শাইনপুকুর ক্রিকেট ক্লাব | গাজী গ্রুপ ক্রিকেটার্স | সকাল ৯টা | বিকেএসপি ৩ |
২২ এপ্রিল | মোহামেডান স্পোর্টিং ক্লাব | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | সকাল ৯টা | ফতুল্লা |
২৫ এপ্রিল | আবাহনী লিমিটেড | গাজী গ্রুপ ক্রিকেটার্স | সকাল ৯টা | ফতুল্লা |
২৫ এপ্রিল | শাইনপুকুর ক্রিকেট ক্লাব | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | সকাল ৯টা | বিকেএসপি ৩ |
২৫ এপ্রিল | মোহামেডান স্পোর্টিং ক্লাব | প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | সকাল ৯টা | মিরপুর |