• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বড় চমক রেখে কোপার স্কোয়াড ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ২২:১১
বিপিএল ২০২৪
ছবি : সংগৃহীত

বড় চমক রেখেই আসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ছাড়াই মহাদেশীয় লড়াইয়ে মাঠে নামবে তারা। তবে শুধু ক্যাসেমিরো নয়; এই দলে রিচার্লিসন, গ্যাব্রুয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকাদেরও জায়গা হয়নি।

তবে দীর্ঘদিন পর চোট থেকে সেরে উঠা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল।

এদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা এবং ফরোয়ার্ড ইভানিলসন।

অন্যদিকে এবারের কোপায় ব্রাজিলের সেরা তারকা নেইমার খেলতে পারবেন না, এটা আগেই জানা গিয়েছিল।

প্রত্যাশিতদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মিলিতাও, এডারসন, রাফিনহারা ঠিকই স্কোয়াডে জায়গা পেয়েছেন। তরুণ সেনসেশন এন্ড্রিকও দলে জায়গা করে নিয়েছেন। প্রীতি ম্যাচে দুর্দান্ত খেলেছেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোপা মিশন শুরু হবে। এর আগে, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল স্কোয়াড :

গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডারসন, বেনতো

ডিফেন্ডার– দানিলো, ইয়ান কতু, গুইলহারমে আরানা, ওয়েনডেল, বেরাল্ডো, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগাহেস, মারকুইনহোস।

মিডফিল্ডার– আন্দ্রেস পেরেরা, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, হোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড- এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনালি, রাফিনহা, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাকসুইনিকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা
নিউজিল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন নেইমার
এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি