চলমান আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি ক্রিকেটাররা। প্রায় তিন ঘণ্টা বৃষ্টির মাঠে গড়াই খেলা। এতে ম্যাচের দৈর্ঘ্য নির্ধারণ হয় সাত ওভার।
রোববার (১৯ মে) টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
রাজস্থান একাদশ : যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল।
কলকাতা একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, অনুকুল রয়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।