দক্ষিণ আফ্রিকাকে হারাতে শান্তদের যে পরামর্শ কুম্বলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ জুন ২০২৪ , ০৪:১১ পিএম


বাংলাদেশ
ছবি-এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে বড় অবদান রাখেন ওপেনার লিটন কুমার দাস। লঙ্কানদের বিপক্ষে ৩৮ বলে ৩৬ রান করেন তিনি।

সোমবার (১০ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও উইকেটকিপার এই ব্যাটার ব্যবধান গড়ে দিতে পারেন বলে মনে করেন অনিল কুম্বলে। কুম্বলের মতে, সাকিব আল হাসানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

তার ভাষ্যমতে, ‘বাংলাদেশকে যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস। তার ওপর দল অনেক আশা করবে, সেও চাপে থাকবে। সে ভালো খেলোয়াড়, গেল ম্যাচেও রান পেয়েছে। সাকিব আল হাসান আছেন আরেকজন। মূলত লিটন ও সাকিবের ওপরই অনেক কিছু নির্ভর করবে।’

শান্ত এবং সৌম্য সরকারকে নিয়ে কুম্বলের আশা, ‘শান্তও ভালো খেলোয়াড়, গেল ম্যাচে রান পায়নি। সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান, প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে। যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে। তবে সে রানে নেই, সে চাপে আছে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে।’

বোলারদের প্রসঙ্গে কুম্বলে বলেন, ‘গেল ম্যাচে তাসকিন-মোস্তাফিজ খুব ভালো বোলিং করেছে। তাদেরকে এই ম্যাচে পাওয়ার প্লে'তে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখতে হবে। প্রথম ৬ ওভারে বেশী উইকেট তুলে নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ।’

তিনি যোগ করেন, ‘আপনি উইকেটের দিকে তাকালেই তো চাপ অনুভব করবেন। যদি না আপনি উপমহাদেশের দল হন। তাই আফ্রিকা চাপে থাকবে শুরু থেকেই। আপনি জানেন না কত রান করতে হবে, মিলারকেও জিজ্ঞেস করে দেখবেন সেও বলবে না যে সে উইকেটে থিতু হতে পেরেছিল।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.