• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দেখে নিন ইউরোর শেষ চারে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ০৯:৫১
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ছবি- সংগৃহীত

সবশেষ দল হিসেবে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

শনিবার (৬ জুলাই) তুরস্ককে কাঁদিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে ডাচরা।

এর আগে, সুইজার‌ল্যান্ড বিদায় করে ইংল্যান্ড এবং স্পেন ও ফ্রান্স সেমিফাইনাল নিশ্চিত করেছিল।

এবার শিরোপা নির্ধারণী ফাইনালে জায়গা করে নেওয়ার পালা। তবে শেষ চারের লড়াইয়ের আগে বিরতি পাচ্ছেন ফুটবলাররা।

আগামী ৯ ও ১০ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ইউরোর এবারের ৪ সেমিফাইনালিস্ট। বাংলাদেশ সময় রাত ১টায় দুটি সেমিফাইনালই মাঠে গড়াবে।

আসরের প্রথম সেমিতে আগামী ৯ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় জার্মানির মিউনিখে ফরাসিদের প্রতিপক্ষ স্পেন। পরদিন বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে ডর্টমুন্ডে ডাচদের মোকাবিলা করবে ইংল্যান্ড।

উল্লেখ্য, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল হবে ১৪ জুলাই। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ইউরো ২০২৪ এর সেমিফাইনালের সূচি :

তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ জুলাই স্পেন বনাম ফ্রান্স মিউনিখ রাত ১টা
১০ জুলাই নেদারল্যান্ড বনাম ইংল্যান্ড ডর্টমুন্ড রাত ১টা

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে দেশে ইসলাম প্রচার করলে হতে পারে মৃত্যুদণ্ড
বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ ডিসেম্বর)
ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস