শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বাফুফে নির্বাচন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ , ১২:৪২ পিএম


বাফুফে
ছবি- সংগৃহীত

মনোনয়ন গ্রহণ এবং প্রত্যাহারসহ অনেক নাটকীয়তার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সভা ও নির্বাচন। এর মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে বাফুফের কাজী সালাউদ্দিন অধ্যায়।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বেলা ১১টা থেকে শুরু হয়েছে সাধারণ সভা, চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর ২টা থেকে ৬টা পর্যন্ত চলবে ভোট।

এবারের নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে কারা বসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত বলা যায়। সভাপতি হিসেবে তাবিথ আউয়ালের নামই শোনা যাচ্ছে সবার মুখে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান। আর সিনিয়র সহসভাপতি পদে একক প্রার্থী ইমরুল হাসান। শেষ মুহূর্তে তরফদার রুহুল আমিন মনোনয়ন প্রত্যাহার করায় ইমরুলের বিজয় নিশ্চিত হয়েছে আগেই।

বিজ্ঞাপন

এদিকে চারটি সহসভাপতি পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন চৌধুরী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, নাসির শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।

এ ছাড়াও ১৫টি সদস্য পদের জন্যও জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত দেখার বিষয় কারা বিজয়ী হতে পারে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission