• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিশ্বকাপ নিয়ে যেসব প্রশ্নের মুখোমুখি হন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ১৭:৪৯
ফাইল ছবি

২০২৬ সালে ‎মার্কিন যুক্তরাষ্ট্র, ‎মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। যদিও এখনো এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নেননি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তবে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য মেসির সাক্ষাৎকার নেন সংবাদিক ফাব্রিসিও রোমানো। সেখানে মেসি আগামী বিশ্বকাপ খেলবেন কি না? ক্যারিয়ার শেষে কোচ হতে চান কি না? এমন অনেক প্রশ্ন করেন তিনি।

জবাবে মেসি জানান, ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। আপাতত ইন্টার মায়ামির হয়ে বছরের শেষটা ভালো করে এরপর নতুন বছরে তাকিয়ে আছেন তিনি।

মেসি জানান, তিনি সত্যিই জানেন না ২০২৬ বিশ্বকাপে খেলব কি না। তাকে অনেক প্রশ্ন করা হয় এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত তার চাওয়া বছরটা ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটা প্রাক-মৌসুম কাটিয়ে নতুন বছর শুরু করা। গত বছর এটা (প্রাক-মৌসুম) পারেননি তিনি।

তিনি বলেন, ‘সেখান থেকে আমি দেখব, কেমন করছি এবং কেমন লাগছে। আমরা কাছাকাছি আছি, তবে পাশাপাশি এটাও সত্যি, অনেক সময় এখনও বাকি এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত বেশি দূরে না তাকিয়ে প্রতিটি দিনে থাকতে চাই।’

আর্জেন্টাইন সুপারস্টার জানান, এই সময়, পারিপার্শ্বিকতা ও বয়সের কারণে খেলার ধরন বদলেছেন তিনি। সবকিছুতে একটু করে মানিয়ে নিচ্ছেন। নিজেকে পুনরাবিষ্কার করছেন এবং এই লিগে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যা তার জন্য নতুন। তবে শুরু থেকেই এখানে খুব স্বস্তি অনুভব করছেন তিনি।

খেলোয়াড় হিসেবে ক্যারিরার শেষে কোচিং পেশায় আশার ইচ্ছা নেই মেসির। ‘এলএম টেন’ বলেছেন, ‘কোচ হতে চাই না, তবে এখনও নিশ্চিত নই যে ভবিষ্যতে কী করতে চাই। প্রতিদিন যা কিছু করি না কেন তার আগের বিষয়গুলোকে অনেক বেশি মূল্য দেই। তাই আমি শুধু খেলা, অনুশীলন এবং মজা করার নিয়ে চিন্তা করি।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
আদানির সঙ্গে বড় চুক্তি বাতিল করল কেনিয়া
শিখ নেতা নিজ্জর হত্যার বিষয়ে সব জানতেন মোদি: দাবি কানাডার