• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৩:৩৯
ব্রাজিল
ছবি-এএফপি

কাতার বিশ্বকাপের পর থেকে নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসেও সবচেয়ে বাজে সময় পার করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দলে পরিবর্তনের হওয়া লেগে থাকলেও ছন্দ ফিরতে পারছে না সেলেসাওরা। এমন খারাপ সময়ে দলের হাল ধরার কথা জানিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকারের মতে, দলে একটা বড় পরিবর্তনের বিকল্প নেই। আর সেটা করতে নিতে চান বড় দায়িত্বও। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তিনি।

সম্প্রতি ফেনোমেনোস ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে রোনালদো বলেন, গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি। আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি (সভাপতি পদে) প্রার্থী নই, সামনে কোনো নির্বাচন নেই। এটা শুধুই আমার ইচ্ছা।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চের জন্য নির্ধারিত হয়েছে। তার আগে রোনালদোর এমন মন্তব্য বলে দেয়, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, যদি সিবিএফের সভাপতি হন রোনালদো, তাহলে তার প্রথম কাজ হবে কোচ বদল করা। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা, যিনি ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ, তাকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের আপ্রাণ চেষ্টা চালাবেন রোনালদো।

এদিকে চলতি মাসের দুটি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ ১-১ গোলের ড্র করার পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষেও ১-১ ব্যবধানে ড্র করেছে।

টানা দুই ড্রয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন থেকে পাঁচে নেমে এসেছে দারিভাল জুনিয়রের দল। বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১৮।

বিশ্বকাছে বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর ও বলিভিয়া। আর এই ছয় ম্যাচের ৪টিতে জয় পেতে হবে সেলেসাওদের। এতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৭। এর আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২৭ পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের টিকিট।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহামেডান ও রহমতগঞ্জের ৬-০ গোলের বড় জয়
ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের সভাপতি জুনায়েদ, সম্পাদক দাউদ
আলোচিত ফুটবলারদের অবসর
ব্রাজিলে আটক চার আর্জেন্টাইন ফুটবলার