• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

আইপিএল নিলাম

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় পান্থ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৭:১৪
পান্থ
ছবি-এএফপি

এবারে আইপিএলের মেগা নিলামের আগে থেকে গুঞ্জন ছিল বেশ কয়েকটি দল ঋষভ পান্থকে নিয়ে আগ্রহ দেখাবে। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্য হলো। তবে শেষ পর্যন্ত পান্থকে দলে নিতে পেরেছে লখনৌ সুপার জায়ান্ট।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আর যেখানে ২৭ কোটি রুপিতে পান্থকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দাবি খেলোয়াড় হলেন পান্থ।

২ কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠে ছিলেন পান্থ। শুরুতে তাকে নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করতে থাকেন লখনৌ। এই দুই দলের লড়াইয়ে লখনৌ বিজয়ী হলেও, দ্বিতীয় ধাপে পান্থকে দলে নিতে মাঠে নামে সানারাইজার্স হায়দরাবাদ। এখানেও শেষ পর্যন্ত জয়ী হয়েছে লখনৌ।

কিন্তু তার জন্য দলটিকে খরচ করতে হয়েছে ২৭ কোটি রুপি। যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। সুতরাং আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন পান্থ।

গত আসরের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবারে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে পাঞ্জাব কিংস। এর একজন পরেই নিলামে ওঠা পান্থের নাম। সেখানেই জাতীয় দলের সতীর্থকে পিছনে ফেলেছেন তিনি।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরনো ঘরে ফিরলেন ম্যাক্সওয়েল
রাহুলকে কিনতে যত কোটি খরচ হলো দিল্লি ক্যাপিটালসের
স্টার্কের রেকর্ড ভাঙল আইয়ার
রোববার শুরু হবে আইপিএলের মেগা নিলাম, যেভাবে দেখবেন