• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

২৭১ রানের জবাবে মাত্র ৭ রানে অলআউট, লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫২

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার দেওয়া ২৭১ রাতের জবাবে দলটি মাত্র ৭ রানে অলআউট হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড।

রোববার (২৪ নভেম্বর) রাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নাইজেরিয়া।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রান করে নাইজেরিয়া। সর্বোচ্চ ৫৩ বলে ১১২ রান করেন ওপেনার সেলিম সালাউ। এ ছাড়া সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। শেষ দিকে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন আইজাক ওকপে।

জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে আইভোরি কোস্ট। মাত্র ৪৫ বল খেলে দলটি অলআউট হয়েছে ৭ রানে। এরমধ্যে সর্বোচ্চ ৪ রান করেন দলটির ওপেনার উয়াত্তারা মোহামেদ। এ ছাড়া তিনজন করেন ১ রান করে। বাকি ৬ ব্যাটার ডাক মেরেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আইভরি কোস্টের। এখন পর্যন্ত আফ্রিকার দলটি দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাজেভাবে। এর আগে সিয়েরা লিওনের কাছে আইভরি কোস্ট হেরেছিল ১৬৮ রানে।

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের ঘটনা এতদিন ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার। দুটি দলই অলআউট হয়েছিল ১০ রানে।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাকে কাঁদিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর
এক বছরে আয়ের রেকর্ড বিমানের
ডাক মারার রেকর্ডে ভারতের সূর্যকুমারের সঙ্গী পাকিস্তানের শফিক  
এনসিএল টি-টোয়েন্টিতে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?