আমি যে পরামর্শ দিয়েছি, সবাই তা মেনে নিয়েছে: মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০০৯ সালে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ দল। আর দ্বিতীয় জয়টি আসল প্রায় ১৫ বছর পর। জ্যামাইকা টেস্টে ক্যারিবিয়ানদের ১০১ রানে হারিয়েছে টাইগাররা। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। আর দলের এই সাফল্যের সব কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ম্যাচ শেষে মিরাজ বলেন, জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে, ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।
এই সফরে ক্যারিয়ারে প্রথমবার টেস্ট দলের দায়িত্বে দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে। টেস্টে প্রথমবার দায়িত্ব নিয়ে জয় পাওয়া মিরাজের ক্যারিয়ারের একটি বড় সফলতা বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।
এই ম্যাচের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৪৬ রানে অলআউট হলে ১৮ রানের লিড পায় বাংলাদেশ। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ইতিবাচক খেলার নির্দেশনা দিয়েছিলেন মিরাজ। যা ম্যাচ জিততে বিশেষ ভূমিকা পালন করেছে।
তার ভাষ্য, আমি খেলোয়াড়দের একটা কথা বলেছি, এই উইকেটে ইতিবাচক চিন্তা ছাড়া খেললে অনেক কঠিন হবে। যেহেতু আমরা (প্রথম ইনিংসে) লিড পেয়েছি ১৮ রানের, এখানে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই উইকেটে যদি আমরা ২৫০ রান করতে পারি, আমাদের জন্য ম্যাচটা জেতা সহজ হবে। বার্তাটা এই ছিল যে খেলোয়াড়েরা ইতিবাচক খেলবে।
টেস্টের পর এবার বাংলাদেশকে মনোযোগ দিতে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ওয়ানডে সিরিজ।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন