• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

হারের বৃত্ত থেকে বের হয়ে যা বললেন তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯
তাসকিন
ছবি- বিসিবি

ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। যার ফলে টেস্টে হারের বৃত্তে আটকা পড়েছিলেন লিটন-মিরাজরা। তবে দ্বিতীয় ম্যাচে ১০১ রানের জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। যা দলের জন্য স্বস্তি হিসেবে দেখছেন তাসকিন।

এই টাইগার পেসার বলেন, আমরা একটা কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটা সিরিজ হারায় আমরা মোরালি ডাউন ছিলাম। আমরা অনেক শক্তিশালী ভাবে ফিরে এসেছি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন তাসকিন। যার ফলে সিরিজ সেরাও হয়েছেন তিনি। এ নিয়ে টাইগার পেসার বলেন, দুইটা ম্যাচেই সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে সিরিজ সেরা হিসেবে। আমি আমার কাঁধ নিয়ে টেস্ট ক্রিকেটটা আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, আল্লাহর রহমতে আগের চেয়ে বেটার। আশা করছি এমন বড় অর্জন আরও হবে সামনে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০০৯ সালের পর প্রায় ১৫ বছর পর জয় পেল বাংলাদেশ। টাইগারদের মানসিকভাবে চাঙ্গা হতে এই জয়ের বিকল্প ছিল না। তার এই অর্জনে সন্তুষ্টি জানিয়েছেন তাসকিন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ। আসলে এটা অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও সংগ্রাম করে।

দ্বিতীয় টেস্টে টাইগার পেসারদের আগ্রাসী বোলিংয়ে খেই হারায় স্বাগতিকরা। নাহিদ রানার তোপে ১৬৪ করেও ১৮ রানের লিড পায় বাংলাদেশ। আর জাকের আলীর ৯১ রানের লড়াকু ইনিংস দলকে শক্ত ভিত গড়ে দেয়।

পরে অভিজ্ঞ তাইজুল ঘূর্ণিতে এলোমেলো হয় ক্যারিবিয়রা। এরপর পেসারদের তোপে ১৮৫ রানে অলআউট। এতে ১০১ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

আরটিভি/এমএম/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৫ ডিসেম্বর)
বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের যেকোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে: রাষ্ট্রদূত
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক