ফিট থাকলে মাশরাফী কেন বিপিএল খেলতে পারবে না, প্রশ্ন সিলেট ফ্র্যাঞ্চাইজির
আসন্ন বিপিএলকে সামনে রেখে ড্রাফট থেকে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার খেলা নিয়ে আপত্তি জানিয়েছে সমর্থকদের একটি অংশ। মূলত, আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় এই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে মাশরাফীকে।
বিপিএল শুরুর আর মাত্র ২৫ দিন বাকি, অথচ মাশরাফীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সিলেট ফ্র্যাঞ্চাইজি। তবে এবার মাশরাফীর বিপিএল খেলা নিয়ে কথা বলেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মাহিন মাজহার। সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন ফিট থাকলে কেন খেলতে পারবেন না মাশরাফী।
তিনি বলেন, বিসিবি মাশরাফীকে ড্রাফটে রেখেছে। সে আমাদের সঙ্গে আগের দুটি আসরে ছিল। দুই আসরেই অসাধারণ ছিল সে। ওটার কথা যদি চিন্তা করে তাকে আমাদের নিতেই হতো। আমাদের সেটআপ টেনে নেওয়ার একটা ব্যাপার তো আছেই। ক্রিকেটে লিডার হিসেবে ওর সেন্স খুবই ভালো। সবসময়ই সে বাংলাদেশকে দিয়ে গেছে।
তিনি আরও বলেন, সে হয়তো পারফর্ম করতে পারেনি কোনো কোনো সময়। কিন্তু সে তার যে ক্রিকেটিং জ্ঞান ও সেন্স সেটা দিয়ে অনেক ম্যাচ জিতিয়েছে। এখন বোর্ডের ওপর অনেক কিছুই নির্ভর করে। বোর্ড তাকে ড্রাফটে রেখেছে, এখনও অন্য কোনো নির্দেশনা পাইনি। সে দলে আছে।
এদিন মাশরাফীর ফিটনেস থাকলে কেন খেলতে পারবেন না এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিলেটের মালিক। তার ভাষ্য, সে (মাশরাফী) গ্রেট প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার আপনাকে প্রশ্ন যদি সে ফিট না হয় তাহলে কি তার খেলা উচিত? বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? একটা ফিট প্লেয়ার অবশ্যই খেলবে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়া উচিত না।
মাশরাফীর ফিটনেস নিয়ে তিনি আরও বলেন, একজন ক্রিকেটারকে পারফর্ম করতে হলে ফিট হতে হবে। মাশরাফী যদি মনে করেন তিনি ফিট, আমাদের কোচ যদি মনে করেন তিনি ফিট, তাহলে তার (মাশরাফী) মতামতে আমরা শ্রদ্ধা করব।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বিপিএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে ৪০ লাখ টাকা খরচ করে মাশরাফীকে দলে নিয়েছিল সিলেট।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন