খেলোয়াড় সংকটে ফাইনালে অনিশ্চিত রংপুর
লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালের টিকিট পেয়েছে রংপুর রাইডার্স। কিন্তু খেলোয়াড় সংকটে শিরোপা নির্ধারণী ম্যাচে রংপুরের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ সময় শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫টায় ভিক্টোরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে রংপুরের তিন খেলোয়াড় সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেনকে বাংলাদেশ দলে যোগ দিতে বলেছে ক্রিকেট বোর্ড। পাকিস্তান ডেকেছে খুশদিল শাহকে।
এই চার জনকে বাদ দিলে রংপুরের ১১ জন খেলোয়াড়ের মধ্যে দেশি থাকছেন ৬ জন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী একাদশে অন্তত ৭ জন স্থানীয় ক্রিকেটার থাকতে হবে। ফলে ফাইনালের একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে রংপুর রাইডার্স।
এক বিবৃতিতে রংপুর রাইডার্স লিখেছে, ‘এই সিদ্ধান্তে খেলার আগেই রংপুরকে হেরে যেতে হবে। এই ধরনের ঘটনা নিঃসন্দেহে বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করবে। খেলোয়াড়ের অভাবের কারণে ফাইনালে খেলতে না পারাটা খুবই বিরল। গ্লোবাল সুপার লিগে রংপুর শুধু নিজেদের নয়, সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তাই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ক্রিকেটপ্রেমীদের জন্যও গভীর হতাশাজনক হবে।’
ওয়েস্ট ইান্ডজের বিপক্ষে ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর। এরপর তিনটি টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
আরটিভি/এমএম/এআর
মন্তব্য করুন