শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভারতকে পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ , ০৫:২০ পিএম


বাংলাদেশ-ভারত
ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন। যেখানে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১৭ রানের সহজ লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। সেই সঙ্গে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। যেখানে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আকাশী-নীলরা।

বিজ্ঞাপন

এদিন আগে ব্যাট করতে নেমে ভারতকে ১৭৩ রানের সহজ লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৭০ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৭টি শিরোপা জিতেছে ভারত। সবশেষ ২০২১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে সপ্তম শিরোপা ঘরে তুলেছিল তারা। এবার অষ্টম শিরোপার সামনে দাঁড়িয়ে।

উল্লেখ্য, আগামীকাল ৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission