• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিরূপ আবহাওয়ায় স্থগিত লিভারপুল-এভারটন ডার্বি ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯

ব্রিটেনের ওপর বয়ে যাওয়া ঘূর্ণিঝড় দারাঘের প্রভাবে বন্ধ করা হয়েছে মার্সেসাইড ডার্বি। গুডিসন পার্কে শনিবার মার্সিসাইড ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল ও এভারটনের।

ফুটবল ভক্তরা নগর প্রতিপক্ষ এভারটনের বিপক্ষে উড়ন্ত ছন্দে থাকা লিভারপুলের ডার্বি ম্যাচ দেখার জন্য বেশ মুখিয়েও ছিল। হয়তোবা ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের হারানোর ছকও তৈরি করে রেখেছিল এভারটন। এমন সময় ম্যাচটি বন্ধের সিদ্ধান্ত দিয়েছে দল দুটি।

দুই দলের অফিসিয়াল বিবৃতি—মার্সেসাইড পুলিশ এবং লিভারপুল সিটি কাউন্সিলের পক্ষ থেকে ম্যাচ স্থগিতের কথা জানানো হয়েছে।

এভারটনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সমর্থকদের জন্য এটি মেনে নেওয়া বেশ কঠিন। কিন্তু দর্শক, ক্লাব কর্মকর্তা এবং খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বের।’ অন্যদিকে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্থানীয় অঞ্চলের বিপদ থেকে সুরক্ষার জন্য এমন সিদ্ধান্ত।’

স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে ওয়েলস এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দাদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। ওয়েলসে কয়েক লাখ মানুষ দারাঘ ঝড়ের প্রভাবে পুরোপুরি বিদ্যুতবিহীন অবস্থায় আছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত হওয়া ম্যাচ পরবর্তীতে কবে হবে তা জানায়নি।


আরটিভি/এমএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হারের বৃত্তে ম্যানসিটি, উড়ছে লিভারপুল
ম্যানসিটিকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল
স্লটকে দায়িত্ব দিয়ে অ্যানফিল্ড থেকে বিদায় নিলেন ক্লপ
লিভারপুলের নতুন কোচ চূড়ান্ত