একদিনে তিন হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৮:২০ পিএম


একদিনে তিন হারের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট দল

ভারতীয় ক্রিকেট সমর্থকরা এক দুঃস্বপ্নের দিন পেল। এক দিনেই তিনটি হারের স্বাদ নিল ভারতীয় ক্রিকেট। অ্যাডিলেডে দিবারাত্রীর টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করে দিনটি। পরে অজি মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে হারে ভারতীয় নারী ক্রিকেট দল। সর্বশেষ দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে বসে ভারতের যুবারা। 

ভারতের কপাল পুড়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। টেস্টে আগের দিনই অনেকটা পরিস্কার হয়ে গিয়েছিল ভারতের হার। আজ স্বাগতিক দলের বিপক্ষে ১০ উইকেটে হেরে যান রোহিত শর্মারা। 

বিজ্ঞাপন

ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে স্টার্কের বোলিং তোপে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ১৮০ রানে। ৪৮ রানে স্টার্ক একাই নেন ৬ উইকেট, যা টেস্টে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরাহ’র বোলিং তোপে ১০৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। 

পরে ৬৫ রানের জুটি গড়েন হেড ও মার্নাস লাবুশেন। ১২৬ বলে লাবুশেন ৬৪ রান করে আউট হলেও, হেড একপ্রান্ত আগলে রাখেন। শেষ পর্যন্ত ১৪১ বলে ১৭টি চার ও ৪টি ছক্কায় তিনি ১৪০ রানে থামেন। অস্ট্রেলিয়া তোলে ৩৩৭ রান, এতে লিড দাঁড়ায় ১৫৭ রানের। 

ব্যাটিংয়ে নেমে ১৫৭ রানের লিড টপকাতে পারেনি রোহিত-কোহলিরা। বলার মতো (৪২) রান করেছেন কেবল নিতীশ কুমার রেড্ডি। অবশ্য রেড্ডির সান্ত্বনাদায়ক ব্যাটিং না থাকলে, ইনিংস ব্যবধানে হারতে হতো ভারতকে। টেস্ট হারায় ভারত।

দ্বিতীয় দফায় ভারতীয় সমর্থকরা দুঃসংবাদটা পান সেই অস্ট্রেলিয়া থেকেই। মেয়েদের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৭১ রানের পাহাড় গড়েছিল স্বাগতিক মেয়েরা। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে। 

বিজ্ঞাপন

এদিকে ভারত অনূর্ধ্ব-১৯ দলের এবারের যুব এশিয়া কাপ শুরু করেছিল হার দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে হেরে গিয়েছিল তারা। তারপর জাপান এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ মুহূর্তে সেমিফাইনালে নিশ্চিত করে মোহাম্মদ আম্মানরা।

শ্রীলঙ্কাকে সেমিফাইনালে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের। গতবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে নেমে হেরে গেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপে ভারতের কাছেই বারবার স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। ২০১৯ সালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারতের যুবারা। ২০২১ সালের আসরেও ভারতের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।

এবার টুর্নামেন্টটির ফাইনালে ভারতকে প্রথম হারের স্বাদ দিলো বাংলাদেশ। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। বাংলাদেশের পেসারদের দাপটে ভারত ৩৫.২ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছে ১৩৯ রানে। 


আরটিভি/এমএম-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.