• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

প্রতারণার মামলা নিয়ে যা বললেন ভারতীয় ক্রিকেটার উথাপ্পা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২০
ছবি- আনন্দবাজার

ভারতের জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার রবিন উথাপ্পা সর্বশেষ ২০১৫ সালে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায় তাকে। তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বেঙ্গালুরুর ইন্দিরানগরে অবস্থিত অ্যাপারেল ব্র্যান্ড সেঞ্চারাস লাইফস্টাইল কোম্পানির মালিকানা রয়েছে ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। উথাপ্পার বিরুদ্ধে নিজের প্রতিষ্ঠানের কর্মীদের পিএফ ফান্ড থেকে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে ভারতের প্রভিডেন্ট ফান্ড ও বিবিধ বিধান আইন–১৯৫২ অনুসারে মামলা করা হয়। সেই মামলায় বেঙ্গালুরুর প্রাদেশিক পিএফ কমিশনার সাদাক্ষারা গোপাল রেড্ডি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তবে উথাপ্পার দাবি, এই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। কারণ, যে সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি সেই সংস্থার সঙ্গে আর যুক্ত নন।

আত্মপক্ষ সমর্থন করে উথাপ্পা বলেন, তিনি ওই সংস্থার সঙ্গে আগে যুক্ত ছিলেন। কিন্তু অনেক বছর আগে সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

উথাপ্পা আরও বলেন, ‘২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরিভাবে কোনো দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। কারণ, পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সময় ছিল না। আমি আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথায় আমি কোনো ভূমিকা পালন করিনি।’

উথাপ্পা জানিয়েছেন, ‘আমি যে টাকা ওই সংস্থায় দিয়েছিলাম তা ফেরত পাইনি। ফলে আমি নিজেই ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলাম। সেই মামলা এখন বিচারাধীন। ।’

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি ও বোনাস
ভারতীয় দুর্বৃত্তদের ওপর বিজিবির গুলি, পাচার হওয়া কিশোরী উদ্ধার
একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ
সীমান্ত থেকে ভারতীয় কাপড়সহ ৪৫ লাখ টাকার পণ্য জব্দ