ইংলিশ প্রিমিয়ার লিগ

লেস্টারকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৬ এএম


লেস্টারকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল
ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের শততম ম্যাচে ভক্তদের হতাশ করেনি লিভারপুল। বক্সিংডেতে নিজেদের মাঠে শুরুতেই গোল হজম করে নেয় লিভারপুল। পরে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল রেডরা। আক্রমণের তোড়ে লেস্টার সিটিকে ৩-১ গোলে ভাসিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল আর্না স্লটের দল।

অ্যানফিল্ডে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে জর্ডান আইয়ুর গোলে পিছিয়ে পড়ে ভিলারপুল। লিভারপুলকে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরান কোডি হাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেন কার্টিস জোন্স। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মোহামেদ সালাহ।

বিজ্ঞাপন

ভক্তদের জন্য বক্সিংডে’কে রাঙিয়েছে লিভারপুল। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে লিভারপুলকে স্তব্ধ করে এগিয়ে যায় লেস্টার। বাঁ দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে জালে পাঠান ঘানার ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আইয়ু।

গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে একের পর এক আক্রমণ করে লিভারপুল। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সালাহর শট ক্রসবারে লাগে।

তবে যোগ করা সময়ে সমতার স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। আলেক্সিস মাক আলিস্তেরের পাস ধরে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলটি করেন ডাচ ফরোয়ার্ড হাকপো।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লিড নেয় লিভারপুল। আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তেরকের কাট-ব্যাক বক্সে পা ছুঁয়ে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জোন্স।

বিজ্ঞাপন

৬২তম মিনিটে কাছ থেকে দারউইন নুনেসের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি লেস্টার গোলরক্ষক। ৬৫তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল শটে হাকপো জালে বল পাঠালেও নুনেসের অফসাইডে গোল বঞ্চিত হয়। ৮২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ।  

চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা সালাহর গোল হলো ১৭ ম্যাচে ১৬টি, দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হলান্ডের চেয়ে তিনটি বেশি। ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪২।

দিনের আরেক ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে হারা চেলসি ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তাদের সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারানো নটিংহ্যাম ফরেস্ট।

আরটিভি/এমএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.