পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় মিরপুর স্টেডিয়াম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ০১:৩২ পিএম


বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

বিপিএলে টিকিট না পাওয়ায় গতকাল (বৃহস্পতিবার) মিরপুর স্টেডিয়াম-সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দিয়েছিল দর্শকরা। তাই নিরাপত্তা বাড়াতে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। দ্বিতীয় ম্যাচকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলবে খুলনা টাইগার্স।

আর এই দুই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে স্টেডিয়াম-সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের বুথে। সেখানে রাস্তার দুই পাশে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন দর্শকরা। এখানে সব ধরনের দুর্ঘটনা এড়াতে কাজ করছে পুলিশ, রাব ও সেনাবাহিনী। 

বিজ্ঞাপন

গতকাল সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দেওয়ায় নড়েচড়ে বসেছে বিসিবি। তাই আজ বিপিএলের নিরাপত্তায় কী পরিমাণ পুলিশ নিয়োজিত আছে জানতে চাওয়া হয় সেখানে দায়িত্ব পালন করা একজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে।

জবাবে তিনি আরটিভিকে বলেন, আমরা গতকালকের থেকে ১০০ জন বেশি আছি। সব মিলিয়ে প্রায় ৫০০ জন কাজ করছি বিপিএলের নিরাপত্তায়।

এদিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশের গেটেই অনিয়ম দেখা গেছে। স্বেচ্ছাসেবকদের কেউ কেউ পরিচিতদের টিকিট স্ক্যান না করেই মাঠে ঢোকাচ্ছেন, আবার কেউ নিজের অ্যাক্রিডিটেশন দিয়ে গ্যালারিতে পৌঁছে দিয়ে আসছেন বন্ধু-বান্ধবদের। এক পর্যায়ে কয়েকজন স্বেচ্ছাসেবকের অ্যাক্রিডিটেশন কার্ডও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গত কয়েক বছর ধরে বিপিএলের আরেকটি নাম হয়ে উঠেছিল বিতর্ক। তাই নতুন বিসিবি সভাপতির কাছে চ্যালেঞ্জ ছিল বিপিএলকে বিতর্ক মুক্ত করা। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন ফারুক আহমেদ। অনেকেই বলছেন বিপিএল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসর এটি।

নাজমুল হাসান পাপনের সময় টিকিট কালোবাজারির অভিযোগ থাকলেও টিকিট পেত দর্শকরা। কিন্তু এবার টিকিটই পাচ্ছে না দর্শকরা। ম্যাচের আগে স্টেডিয়ামের গেটে ভিড় করলেও টিকিট মিলছে না।

এবার দর্শকদের ভোগান্তি কমাতে ৮০ শতাংশ টিকিট অনলাইনে দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। সেখানেও বির্তক মুক্তসেবা দিতে ব্যর্থ বিসিবি। অনলাইনে পেমেন্ট করেও টিকিট পেতে হয়রানি হতে হচ্ছে দর্শকদের।

সিলেটের সুনাগঞ্জ থেকে একজন দর্শক আরটিভির ক্রীড়া প্রতিবেদককে জানায়, আগামী ৭ জানুয়ারি সিলেট পর্বের ম্যাচের জন্য ৪টি টিকিট কেটে ছিল অনলাইন থেকে। পেমেন্ট করলেও কোনো টিকিটের কপি দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission