বিগ ব্যাশে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে স্মিথ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ , ০৪:২৭ পিএম


স্মিথ
ছবি- এএফপি

গত কয়েক বছর থেকে আইপিএলে দল পাচ্ছেন না স্টিভেন স্মিথ। সম্প্রতি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল থেকেও জায়গা হারিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। বিশ্লেষকদের অনেকে মনে করছেন স্মিথের ব্যাটিং টি-টোয়েন্টি সুলভ নয়। কিন্তু তাদের ভুল প্রমাণ করে এবার বিগ ব্যাশে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে চলমান বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৬৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১২১ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন সিডনি সিক্সার্সের এই ব্যাটার। যা এই টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা এক ইনিংস। 

শুক্রবার (১১ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে এদিন ১২১ রান করেন স্মিথ। বিগ ব্যাশে এটি তার রেকর্ড তৃতীয় সেঞ্চুরি। তার সমান সেঞ্চুরি আছে বেন ম্যাকডারমটে। তবে তার চেয়ে বেশি নেই আর কোনো ব্যাটারের।

বিজ্ঞাপন

এদিন ৫ ওভারে ২৪ রানে ১ উইকেট হারিয়ে কিছুটা ধুঁকছিল সিডনি। তবে দলকে টেনে তুলেন স্মিথ। একাই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন। তাকে সঙ্গ দিয়েছে অধিনায়ক হেনরিক্স ও বেন ডাউশুইস। যার ফলে সিডনির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান। এই ম্যাচে ১৪ রানের জয় পেয়েছে তারা

এবারের বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে কেবল আর দুটি ম্যাচই (১৫ ও ১৭ জানুয়ারি) খেলতে পারবেন স্মিথ। কারণ, তার নেতৃত্বেই দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া দল। যা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission