পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ফরচুন বরিশাল। তাদের পরের পরেই ছিল চিটাগং কিংস। তাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল।
সোমবার (৩ জানুয়ারি) মিরপুরে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল।
এই ম্যাচ দিয়ে আইএল টি-টোয়েন্টি শেষ করে আবারও বিপিএলে ফিরলেন টুর্নামেন্টের শুরুতে বরিশালের হয়ে খেলে যাওয়া কাইল মায়ের্স । এ ছাড়াও আগের ম্যাচের একাদশ কোনো পরিবর্তন আনেনি ফরচুন বরিশাল।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহীদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।
চিটাগং কিংস একাদশ: খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলি, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।
আরটিভি/ এসআর