দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে বলে ঘোষণা দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগে দেশে হওয়া শেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শান্ত বলেন, এবার ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ। তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছি না।
টাইগার অধিনায়ক বলেন, ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। সবাই মনেপ্রাণে চ্যাম্পিয়ন হতে চায়।
আজ আনুষ্ঠানিকভাবে অনুশীলন শেষ করবে টাইগাররা। তবে অনুশীলন শেষ করার আগেই পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়।
ফটোসেশনে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আরও ছিলেন প্রধান ফিল সিমন্স, সহকারী কোচ সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ কোচিং স্টাফরা।
উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে টাইগাররা। এবার বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপে আছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।
আরটিভি/এস