সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনের শেষ সময়ে ২৭৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এতে ৮২ রানের লিড পেয়েছে রোডেশিয়ানরা। পাঁচ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম দিনের শেষ সময়ে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানে দিন শেষ করেছিল সফরকারীরা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ২ রান তুলতেই ওপেনার বেন কুরানকে সাজঘরের পথ দেখান নাহিদ রানা। ৬৪ বলে ৫৭ রান করেন তিনি।
তিন ওভার পর আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তরুণ নাহিদ রানা। ৫৫ বলে ১৮ রান করেন এই ব্যাটার। ১২ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন নিকোলাস ওয়েলচ।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ক্রেইগ এরভিন। মাত্র ৮ রান করে আউট হন জিম্বাবুয়ে অধিনায়ক। তবে অপর প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শন উইলিয়ামস। ৩৩ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন ওয়েসলি মাধভেরে।
ফিফটির পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি উইলিয়ামস। ১০৮ বলে ৫৯ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি। ৫৪ বলে ৩৫ রান করা নিয়াশা মায়াভোকেও সাজঘরের পথ দেখান মিরাজ। তবে এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরার চেষ্টা করেন রিচার্ড এনগারাভা।
কিন্তু অপর প্রান্ত থেকে ওয়েলিংটন মাসাকাদজা (৮), বিলেসিং মুজারাবানি (১৭) ও ভিক্টর নুচি ৭ রান করে আউট হলে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৪৪ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন এনগারাভা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়াও নাহিদ রানা তিনটি, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন।
আরটিভি/এসআর