সতীর্থের কপালে বোলারের সজোরে আঘাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৭:০৩ পিএম


উবেইদ শাহ
ছবি: সংগৃহীত

চলমান পিএসএলে অদ্ভুত সব ঘটনা ঘটেই যাচ্ছে। প্রথমবার জয়ের সুযোগ তৈরি হলে উত্তেজনা ধরে রাখতে পারেননি উবেইদ শাহ। সে সময় উল্লাস করার সময় সতীর্থ উসমান খানের কপালে সজোরে আঘাত করেন তিনি।তার আঘাতে আহত হন উসমান। মাঠেই দেওয়া হয় চিকিৎসা। এর জন্য কিছুক্ষণ সময় বন্ধ রাখতে হয় খেলা। 

বিজ্ঞাপন

পিএসএলে এই দিন মুলতান সুলতান বনাম লাহোর কালান্দর্সের ম্যাচ চলছিল। এর আগে মুলতান একটি ম্যাচেও জয়ের দেখা পাননি। পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা লাহোরের বিরুদ্ধে জয়ের সুযোগ তৈরি হয় তাদের। মুলতান প্রথমে ব্যাট করে ২২৮ রান করে। পরে বোলিংয়ে এসেও ভালো করে তারা। শেষ পর্যন্ত ৩৩ রানে জয় তুলে নেয় মুলতান।   

মুলতানের জয়ে বড় ভূমিকা রাখেন উবেইদ। বল হাতে তিন উইকেট তুলে নেন তিনি। ২৩ বল খেলে ৪৩ রান করা স্যাম বিলিংসের উইকেটও তুলে নেন তিনি। ১৫তম ওভারে বিলিংসকে আউট করেন উবেইদ। তার পরেই ঘটে সেই অদ্ভুত ঘটনা। সতীর্থদের সঙ্গে উল্লাস করতে যান উবেইদ। এগিয়ে আসেন উইকেটরক্ষক উসমানও। তার সঙ্গে হাই ফাইভ করতে যান উবেইদ। সেই সময় হাত সজোরে গিয়ে লাগে উসমানের কপালে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি।

বিজ্ঞাপন

উসমান মাটিতে পড়ে গিয়ে বেশ কিছু ক্ষণ সময় মাটিতে শুয়েছিলেন। মাঠে ছুটে আসেন চিকিৎসক। যদিও বাকি সতীর্থেরা বিষয়টি বেশি গভীর ভাবে নেননি। তারা হাসছিলেন। উসমানকে আঘাত করে উবেইদও হাসছিলেন। চিকিৎসা নেওয়ার পর আবার খেলা শুরু করেন উসমান। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission