একদিন কানাডার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের মেয়েরা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ অক্টোবর ২০১৬ , ১০:৩৪ পিএম


একদিন কানাডার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী ফুটবল দল একদিন কানাডা দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। আশা প্রকাশ করলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক নারী শিশু দিবস উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন ও অনূর্ধ্ব-১৬ মেয়ে ফুটবল দলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা বালেন।

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের মেয়েদের ভূয়সী প্রশংসা করেন বেনওয়া পিয়ের লাঘামে। এছাড়া লিঙ্গ বৈষম্যসহ নান রকম সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে নারী দলের এ সাফল্য অগ্রণী ভূমিকা রাখবে বলেও মনে করেন কানাডার হাইকমিশনার। পরে অনূর্ধ্ব- ১৬ নারী ফুটবল দলের অনুশীলন পরিদর্শন করেন তিনি।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission