বিশ্বকাপে রানার্সআপের পদক নিচ্ছেন না ক্রোয়েট তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২২ জুলাই ২০১৮ , ০৯:০০ পিএম


বিশ্বকাপে রানার্সআপের পদক নিচ্ছেন না ক্রোয়েট তারকা

উত্তেজনার পারদ ছাড়িয়ে রাশিয়া বিশ্বকাপ শেষ। বিশ্বসেরার লড়াইয়ের একুশতম আসরটিতে নতুন চমক দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বেশ কয়েকটি নতুন দল। সবাইকে অবাক করে দিয়ে ফাইনালে চলে যায় ক্রোয়েশিয়া। মাত্র ৪৫ লাখ নাগরিকের ছোট্ট দেশটি অসাধারণ নৈপুণ্য দেখালেও ফাইনালে ফ্রান্সের কাছে হার মানতে হয়। চমৎকার ফুটবল উপহার দিলেও চলতি বছরের বিশ্বকাপ যাত্রায় একটি ‘কালো অধ্যায়’ রয়ে গেছে ক্রোয়েটদের। আর সেটি দেশটির বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য নিকোলা কালিনিচ।

বিজ্ঞাপন

বিশ্বকাপের মাঝ পথেই এসি মিলানের এই তারকাকে দেশে ফিরিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া টিম ম্যানেজমেন্ট। ঘটনার সূত্রপাত গ্রুপ পর্বের খেলায় নাইজেরিয়ার বিপক্ষের ম্যাচে। ওই ম্যাচে ৮৫ মিনিটে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে মাঠে নামাতে চাইলে, পিঠে ব্যথা রয়েছে বলে মাঠে নামতে অস্বীকার করেন। 

এর পরই তাকে দেশে ফেরত পাঠান ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। আর এই ঘটনায় চরম আঘাত পাওয়া কালিনিচ বিশ্বকাপে রানার্স আপের পদক নিতে অস্বীকার করেন।

বিজ্ঞাপন

যেহেতু বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন সেহেতু দেশে ফিরে লাল-সাদা দলের সতীর্থরা এই পদক নেয়ার জন্য জোড় করেন। 

এসময় কালিনিচ বলেন, দেশের এই সাফল্যের নেপথ্য আমার কোনও অবদান নেই। রাশিয়া বিশ্বকাপে আমি খেলিনি ফলে এই পদকের যোগ্য নই আমি।

ওয়াই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission