বিপিএলের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস। মিরপুরে খেলা শুরু হচ্ছে পৌনে ৬টায়।
রাজশাহীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে চায় ঢাকা। আসরের প্রথম দু’টি শিরোপা ঘরে তুললেও গত আসরের শিরোপা জিততে পারেনি তারা। তাই এবার তৃতীয় শিরোপা জিততেই মাঠে নামবে ঢাকা।
প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি রাজশাহী কিংসের সামনে। দারুণ ফর্মে আছেন অধিনায়ক ড্যারেন স্যামি। রানে ফিরেছেন সাব্বির রহমান। আর বল হাতে ভালো ফর্মে রয়েছেন কেসরিক উইলিয়ামস।
প্রথম পর্বে দুই দল মুখোমুখি হয়েছে ২ বার। দুই লড়াইয়ে রাজশাহীর বিপক্ষে একবারও জিততে পারেনি ঢাকা। তাই ফাইনালে এটাও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ‘সেলফি সেলিব্রেশন টিম’ খ্যাত রাজশাহী কিংসকে।
এম